কৃষ্ণ সাগর থেকে জ্বালানি উত্তোলন করলে আমরা শক্তিশালী হবো : এরদোগান

কৃষ্ণ সাগর থেকে জ্বালানি উত্তোলন করলে আমরা শক্তিশালী হবো : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান

তুরস্ক কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরে অনুসন্ধানী মিশনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করছে। শনিবার কোরাম প্রদেশের একটি অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান এ কথা বলেছেন।

এরদোগান বলেন, ইউরোপ যখন আসন্ন শীত নিয়ে উদ্বিগ্ন, তখন তুরস্ক ‘জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে’।

তুরস্কের আব্দুল হামিদ হান ড্রিলশিপ চলতি সপ্তাহে ভূমধ্যসাগরে তার প্রথম দুই মাসের মিশনের জন্য যাত্রা করেছে।

এটি পূর্ব ভূমধ্যসাগরে অনুসন্ধান কূপ খনন করবে। অপরদিকে ইয়াভুজ ও কানুনি জাহাজ দুটি কৃষ্ণ সাগরে খনন কার্যক্রম চালিয়ে যাবে।

এই বহরে সর্বশেষ সংযোজন এমন একটি জাহাজ, যেটি বিশ্বব্যাপী পাঁচটির মধ্যে একটি, যা ১২ হাজার দুই শ’ মিটার (৪০ হাজার ফুটের বেশি) গভীরতায় ড্রিলিং করার ক্ষমতা রাখে।

এরদোগান বলেন, ‘আমি বিশ্বাস করি আব্দুল হামিদ হান আমাদের জাতির জন্য সুসংবাদ বয়ে আনবে, ঠিক যেমনটি কৃষ্ণ সাগরে আমাদের ৫৪০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার হয়েছে।’

তিনি বলেন, ‘ঠিক যে মুহূর্ত থেকে আমরা প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করব, সেই মুহূর্ত থেকে অন্যদের থেকে আলাদা হিসেবে নিজেদের আবিষ্কার করব এবং অনেক শক্তিশালী হবো।’

চলতি সপ্তাহের শুরুতে দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতিহ ডোনমেজ বলেছেন, ‘তুর্কি আগামী মার্চের মধ্যে কৃষ্ণ সাগরে আবিষ্কার করা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার জন্য প্রস্তুত হবে

সূত্র: ডেইলি সাবাহ