জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বহুল প্রতীক্ষিত মিশন শুরু হতে যাচ্ছে : আইএইএ প্রধান

জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বহুল প্রতীক্ষিত মিশন শুরু হতে যাচ্ছে : আইএইএ প্রধান

জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বহুল প্রতীক্ষিত মিশন শুরু হতে যাচ্ছে : আইএইএ প্রধান

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান সোমবার বলেন, ইউক্রেনের জাপোরিজঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাতিসঙ্ঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার বহুল প্রতীক্ষিত বিশেষজ্ঞ মিশন শুরু হতে যাচ্ছে।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রসি দীর্ঘদিন ধরে জাপোরিজঝিয়া কেন্দ্রের প্রবেশাধিকার চাচ্ছিলেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কেন্দ্রটি ইউক্রেন তথা ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র।

গ্রসি টুইটারে লিখেছেন, ‘দিনটি চলে এসেছে।’ এর সাথে যোগ করেন, “ভিয়েনাভিত্তিক আইএইএ এর ‘সহায়তা ও সহকারী মিশন’ এখন যাত্রা পথে।”

আমাদের অবশ্যই ইউক্রেন তথা ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা রক্ষা করতে হবে। এ সপ্তাহের শেষ দিকে জেডএনপিপি’তে (জাপোরিজঝিয়া নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট) এই মিশনের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। ১৩ জন বিশেষজ্ঞের সাথে নিজের একটি ছবি দিয়ে গ্রসি এ কথাগুলো লেখেন।

সাম্প্রতিক দিনগুলোতে বিদ্যুৎকেন্দ্রে বা এর আশে পাশে রাশিয়া ও ইউক্রেন উভয়ই যুদ্ধ পরিচালনা বন্ধ রেখেছে। তারা যুদ্ধের কারণে বড়ধরনের বিদ্যুৎকেন্দ্র থেকে পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ার তীব্র ভয়ে আছে।