সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

ফাইল ছবি

জাতীয় সংসদে আজ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২২ এবং গ্যাস,  তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন বিল, ২০২২ পাস  করা হয়েছে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক, ম  মোজাম্মেল হক  বিলটি পাসের প্রস্তাব করেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ রহিত করে, সংযোজন বিয়োজন তথা আরো যুগোপযোগী করে নতুন আইন প্রণয়নের বিধান করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, ২০২২ আনা হয়েছে।

এ বিলে কাউন্সিল গঠন, কাউন্সিলর ক্ষমতা, কার্যক্রম, দায়িত্বসহ প্রয়োজনীয় সব বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা বলার বিধান করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধার সংজ্ঞা,  সঠিক তালিকা প্রণয়ন, রাজাকারসহ স্বাধীনতা বিরোধী বিভিন্ন বাহিনীর তালিকা প্রণয়নেরও বিধান করা হয়েছে।

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মুজিবুল হক, মশিউর রহমান রাঙা, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী,  রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

সূত্র: বাসস