আম্বানি, জ্যাক মাকে হটিয়ে বিশ্বের তৃতীয় ধনী আদানি

আম্বানি, জ্যাক মাকে হটিয়ে বিশ্বের তৃতীয় ধনী আদানি

সংগৃহীত

কয়েক বছর আগেও গৌতম আদানির নাম ভারতের বাইরে কয়জনই বা জানতেন?‌ কলেজের ড্রপ আউট এই ভারতীয় শিল্পপতি হীরা ব্যবসায়ী হিসেবে পেশা শুরু করেছিলেন।

তারপর কয়লার ব্যবসা। আর এখন বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তির নাম গৌতম আদানি। চতুর্থ স্থান থেকে একধাপ উঠে এসেছেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন টেসলা প্রধান এলন মাস্ক। দুইয়ে জেফ বেজোস। প্রথম এশীয় ব্যক্তি হিসেবে এই তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন আদানি। এগারো নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইন্ডেক্স বিশ্বের ধনী ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে লুই ভিতোঁর প্রধান বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছেন আদানি। বলা হয়েছে, প্রথম এশীয় ব্যক্তি হিসাবে ব্লুমবার্গ তালিকার প্রথম তিনে ঢুকেছেন আদানি।

ভারতে রিলায়েন্স এবং টাটা গোষ্ঠীর পরেই তৃতীয় বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। বিদেশেও ব্যবসা বাড়াতে উদ্যোগী হয়েছে আদানি গোষ্ঠী। বাংলাদেশে আদানি গোষ্ঠী বিদ্যুৎ রফতানি করতে পারে বলে জানা গেছে। এর আগে শ্রীলঙ্কাতেও বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র তৈরি করেছিল আদানি গোষ্ঠী।
সূত্র : আজকাল