স্কুলের প্রবেশমুখে গোরস্থান কমিটির বসানো গেট ভাঙলেন ইউএনও

স্কুলের প্রবেশমুখে গোরস্থান কমিটির বসানো গেট ভাঙলেন  ইউএনও

ছবি- নিউজজোন বিডি

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে গোরস্থান কমিটি কর্তৃক স্কুলের প্রবেশমুখে বসানো তালা ঝুলিয়ে রাখা গেট ভাঙলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)। প্রবেশদ্বারে গেটে তালা ঝুলানোর কারণে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে পারছিলেন না। এমন খবরে দ্রুততম স্বল্প সময়ের মধ্যে পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠিয়ে সেই তালা ভেঙে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ করিয়ে দিলেন।

বৃহস্পতিবার(০২ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের টেঙ্গরজারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

উপজেলার প্রত্যন্তাঞ্চলে টেঙ্গরজানি গোরস্থানের পাশ দিয়ে এইচবিপি রাস্তার ওপর দিয়ে দীর্ঘদিন ধরে আসা যাওয়া করেন টেঙ্গরজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ করে গোরস্থান কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের প্রবেশ মুখ বন্ধ করে রাস্তাটি নিজেদের দাবি করে গ্রিলের গেট বসিয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন থাকেন ঘণ্টার পর ঘন্টা।

ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল দ্রুত ওই ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলীকে পাঠিয়ে গেটের তালা ভেঙে দেয়ার নির্দেশ দেন। পরে ইউপি চেয়ারম্যান এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম পিন্টু গেটের তালা ভেঙে দেন। পরে শিক্ষক ও শিক্ষাথীরা স্কুলে প্রবেশ করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজাহার আলী বলেন, ইউএনও স্যারের নির্দেশে স্কুলে এসে গোরস্থান কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমকে তালা খুলে দেয়ার কথা বলা হলেও তিনি তালা খুলে দিতে অস্বীকৃতি জানান। শিক্ষক-শিক্ষার্থীরাও গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। পরে তালা ভেঙে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল বলেন, সরকারি স্কুলের প্রবেশমুখ বন্ধ করে তালা দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের  যেতে দেয়া হবে না বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সেই সাথে অপরাধও। খবর পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা  নেয়া হয়। শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটে এমন কিছু করতে দেয়া হবে না বলে জানান এ উপজেলা কর্মকর্তা।