রাজধানীতে তীব্র যানজট

রাজধানীতে তীব্র যানজট

রাজধানীতে তীব্র যানজট

সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীর সড়কগুলোতে পানি জমে গেছে। ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে রাজধানীজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ।

তারা জানিয়েছে, ভারি বর্ষণ এবং জলাবদ্ধতার কারণে পুরো শহরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিমানবন্দর সড়ক তথা তেজগাঁও থেকে উত্তরার আব্দুল্লাহপুর, মালিবাগ থেকে খিলক্ষেত, মিরপুর-১০ থেকে বিজয় সরণি, কারওয়ান বাজার হয়ে শাহবাগ পর্যন্ত যানজটের মাত্রা বেশি।

পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ সূত্র জানায়, গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেটের আশপাশের এলাকায় সড়কে বৃষ্টির পানি জমায় তীব্র যানজট তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীর বিমানবন্দর এলাকায়।

উত্তরা ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার নাবিত কামাল শৈবাল সাংবাদিকদের বলেন, গাজীপুরে মুন্নু সিরামিকের সামনের রাস্তা ভাঙা থাকায় সেখানে সড়কে বৃষ্টির পানি জমেছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। তবে উত্তরা থেকে বনানীমুখী রাস্তা ফাঁকা আছে। আমরা উল্টো দিকে গাড়ি ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।