যশোরে রওশন আরা বেগম হত্যার প্রধান আসামীসহ আটক ৩

যশোরে রওশন আরা বেগম হত্যার প্রধান আসামীসহ আটক ৩

যশোরে রওশন আরা বেগম হত্যার প্রধান আসামীসহ আটক ৩

যশোরে রওশন আরা বেগম রোশনী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামী নিহতের ভাগ্নে হৃদয় সহ ৩ জন আটক এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও লুটকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে পিবিআই। 

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, মঙ্গলবার রাতে আসামী বোরহান (২০) কে বাগেরহাট জেলার রামপাল থানার ঝনঝনিয়া গ্রামে তার মামার বাড়ী থেকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী তার বন্ধু ও নিহত রশনীর ভাগ্নে রিয়াজুল আলম চৌধুরী হৃদয় (১৯) কে ঢাকার ভাষানটেক থানাধীন ক্যান্টনমেন্ট গ্যারিসন এলাকায় তার খালুর ভাড়া বাড়ী থেকে গ্রেফতার করে।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেখানো জায়গা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি,লুট করা স্বর্ণ ও তাদের ব্যবহৃত রক্ত মাখা জামাকাপড় উদ্ধার করা হয়।

এছাড়া আলামত গোপন করার জন্য ১৪ তারিখে বোরহানের মা আসমা বেগম এবং হৃদয়ের আর এক বন্ধু নাহিদকে আটক করে পিবিআই। তদন্ত অব্যাহত আছে।

  উল্লেখ্য ,গত ২৯ আগস্ট শহরের আশ্রম রোডের বাসিন্দা রওশন আরা বেগম রোশনী নিজ বাড়ীতে খুন হন।