আরও ৩৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে

আরও ৩৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে

আরও ৩৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ২৫৩ জন ঢাকার বাসিন্দা, বাইরের ১৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪১ জন। মারা গেছেন ৪৫ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।