বাবার সামনে ট্রেনে কাটা পড়লেন সন্তান

বাবার সামনে ট্রেনে কাটা পড়লেন সন্তান

ছেলের মরদেহের পাশে বাবার আহাজারি । ছবি : সংগৃহীত

সন্তানকে ট্রেনে তুলতে গিয়ে হাত ফসকে গেল বাবার। চোখের সামনে ট্রেনের নিচে কাটা পড়ে গেলেন ছেলে।শনিবার সকালে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান এন্তাজ (২৫) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার অ্যাডভোকেট ইসহাক আলীর ছেলে।

আব্দুলপুর স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু জানান, বাবা অ্যাডভোকেট ইসহাক আলীর সাথে সকালে পাবনার ঈশ্বরদী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনে রাজশাহী যাচ্ছিলেন এন্তাজ। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে ট্রেন থামার পর ট্রেন থেকে প্লাটফর্মে নামেন তিনি। ট্রেন ছেড়ে দেয়ার সময় এন্তাজ ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে যান। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু বলেন, এই ঘটনায় পাবনার ঈশ্বরদী জিআরপি থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে পরিবাবের কাছে লাশ হস্তান্তর করা হবে।