নেত্রকোনায় বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

নেত্রকোনায় বিপুল পরিমান নকল বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

নেত্রকোনা সদরের চল্লিশাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ পারলা চল্লিশাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অবস্থিত বিড়ি কারখানা থেকে এক লক্ষ বার হাজার (১,১২,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি জব্দ করা হয়।

রাজস্ব কর্মকর্তা মোঃ ফারুখ আহমেদ জানান, দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত আফিজ বিড়ি বাজারজাত করে আসছে একটি অসাধু চক্র। আফিজ বিড়ি দৈনিক ৩৬,২০০ টাকা রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। অবৈধ ব্যবসা পরিচালনা ও নকল ব্যান্ডরোল জব্দ দেখিয়ে মামলা প্রস্তুতি চলছে। এছাড়া নকলের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।