যশোরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

যশোরে জাতীয় জন্ম ও মৃত্যু  নিবন্ধন দিবস পালিত

যশোরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

’নির্ভুল জন্ম -মৃত্যু নিবন্ধন করবো,শুদ্ধ তথ্য ভান্ডার গড়বো’এই প্রতিপাদ্যে যশোরে জাতীয় জন্ম ও মৃত্যু  নিবন্ধন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ ইকবাল,জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ,ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি -বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

২০২১-২২ অর্থবছরে যশোর জেলা জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া গত মে,জুন ও জুলাই মাসেও একই ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমান রেখেছে এই জেলা।

অনুষ্ঠান শেষে জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে অবদান রাখার জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা,শ্রেষ্ঠ পৌর মেয়র,ইউপি চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম পুলিশকে ক্রেষ্ট প্রদান করা হয়।