গ্যাস সংকট, ক্ষোভে ভোক্তা ডিজির স্ট্যাটাস

গ্যাস সংকট, ক্ষোভে ভোক্তা ডিজির স্ট্যাটাস

ফাইল ছবি

রাজধানীতে গ্যাসের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।

শনিবার (৮ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ ৮ অক্টোবর শনিবার দুপুর ১২টায় গ্যাসের এমন দুরাবস্থা। গ্যাসের বিল প্রতিমাসে ঠিকই নিচ্ছে। দু’চুলার একটা জ্বালিয়ে রান্না করা যায় না। সকাল ৭টা হতে বিকেল ৪টা পর্যন্ত সেগুনবাগিচা এলাকায় সবার বাসায় এমনই করে চুলা জ্বলে।’

তিনি লিখেছেন, ‘এমন অভিযোগ মোহম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, মিরপুর, শান্তিনগর, ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত পাচ্ছি। কেউ আবার পাইপলাইনের পাশাপাশি এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে। আমাকেও মনে হয় সিলিন্ডারে যেতে হবে। না হলে তো দুপুরে খাবার অর্ডার করে খেতে হবে।’

‌‘অনেকে নাকি এখন ভোররাতে রান্নাবান্নার কাজ সারছেন। এটা কী সঞ্চালন লাইনের সমস্যা নাকি সরবরাহ ঘাটতি। যাই হোক জনগুরুত্বপূর্ণ বিষয়টির সুরাহা হওয়া দরকার।’