মিরপুরে মাঠ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

মিরপুরে মাঠ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩নং ওয়ার্ডের (মিরপুর) প্যারিস রোড সংলগ্ন অবৈধভাবে দখল ও প্লটের জন্য  বরাদ্দকৃত বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি বহুমুখী মাঠ বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের শিক্ষা সচিব নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন। এতে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। উদ্বোধক ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগ সহসভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক। বক্তৃতা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন রশিদ জনি ও মিরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, অভিভাবক ও  শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন,  আগামী ৩ বছরের মধ্যে  মিরপুর হবে একটি পরিবেশ বান্ধব ও মডেল এলাকা। এখানে থাকবে পর্যাপ্ত খেলার মাঠ, প্রশস্ত রাস্তা,গড়ে উঠবে সব ধরনের নাগরিক সুবিধা সম্বলিত মডেল অঞ্চল।