বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত জাতিসমূহের মুখপাত্র : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত জাতিসমূহের মুখপাত্র : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক.ম মোজাম্মেল হক  বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ছিলেন নির্যাতিত জাতিসমূহের মুখপাত্র।

আজ ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত 'বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের গুরুত্ব' শীর্ষক  এক আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আ. ক.ম মোজাম্মেল হক আরো বলেন, বঙ্গবন্ধুর বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবতার দর্শন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছিল তাঁর জীবদ্দশায়। তিনি সদ্য স্বাধীন হওয়া একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়েও তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশ্ব  নেতা  হিসেবে সমাদৃত ছিলেন। 

তিনি বলেন, আমাদের চরম দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫আগস্ট স্বাধীনতাবিরোধী পাকিস্তানপ্রেমী  মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে আলোকাভিসারী এক জাতিকে পশ্চাৎপদতার অন্ধকারে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত  দেশে পরিণত হতো।

মন্ত্রী এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মোহভাবে  চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে চলচ্চিত্র ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, কবি আব্দুল খালেক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানম,  চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস