কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরাসহ কঠোর নিরাপত্তায় কুষ্টিয়া জেলা পরিষদের ভোট গ্রহন চলছে

কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরাসহ কঠোর নিরাপত্তায় কুষ্টিয়া জেলা পরিষদের ভোট গ্রহন চলছে

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি:  কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে কুষ্টিয়া জেলা পরিষদের ভোটগ্রহন চলছে। সকাল ৯টায় জেলার ৬টি ভোট কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহন শুরু হয়েছে। চলবে বেলা ২টা পর্যন্ত।

জেলায় মোট ৯৪২ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কুষ্টিয়ায় এবার চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। আওয়ামীলীগ থেকে মনোনীত জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান আনারস ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন মটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও ৬ উপজেলা সদস্য পদে ২৫ জন প্রার্থী ও সংরক্ষিত দুই মহিলা সদস্যের বিপরিতে ১১ জন নারী প্রার্থী অংশ নিয়েছেন।

সহকারি রিটানিং কর্মকর্তা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে সিসি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।