মাগুরায় বিপুল পরিমান নকল বিড়ি ও সিগারেট জব্দ করেছে র‌্যাব

মাগুরায় বিপুল পরিমান নকল বিড়ি ও সিগারেট জব্দ করেছে র‌্যাব

ছবি: প্রতিনিধি

মাগুরা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে র‍্যাব-৬। শনিবার রাতে এ অভিযান চালান র‌্যাব।

র‍্যাব জানান, মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ি ও সিগারেট বাজারজাত করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা পুলিশ লাইনের পিছনে আঃ রউফ এর বাড়ীতে অভিযান চালায় র‌্যাব। এসময় স্থানীয় ডিলার মোফাজ্জল হোসেনের বাসা থেকে জাল ব্যান্ডরোল যুক্ত  পঞ্চাশ হাজার (৫০,০০০) শলাকা রানা ও চিশতিয়া বিড়ি এবং বিশ হাজার (২০,০০০) শলাকা টি-২০ ও গুরু সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত বিড়ি ও সিগারেট র‌্যাব অফিসে নিয়ে ধ্বংস করা হবে।

নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, সিগারেট উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ী, ডিলারসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামি বিড়ি ও সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব কর্তৃপক্ষ।