পটুয়াখালীতে ডিবির অভিযানে কমদামী অবৈধ বিড়ি জব্দ

পটুয়াখালীতে ডিবির অভিযানে কমদামী অবৈধ বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী সদরের সিয়াকাঠিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ ভোলা বিড়ি ও সাগর বিড়ি জব্দ করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ডিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

ডিবি পুলিশ জানায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নকল বিড়ি বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়খালীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি পুলিশ। ডিবির ওসি আজমল হুদার নির্দেশে এ অভিযান চালানো হয়। এসময়  নকল ব্যান্ডরোল যুক্ত পয়তাল্লিশ হাজার (৪৫,০০০) শলাকা কমদামী অবৈধ ভোলা বিড়ি এবং পাঁচ হাজার (৫,০০০) শলাকা সাগর বিড়ি জব্দ করা হয়। অভিযানকালে ভোলা বিড়ির বিক্রয়কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই বিক্রয়কর্মীকে থানায় প্রেরণ করেছে ডিবি। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দকৃত নকল ব্যান্ডরোল যুক্ত এসব বিড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ডিবির ওসি আজমল হুদা জানান, অভিযান স্থল থেকে ভোলা বিড়ির বিক্রয়কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুক ব্যবস্থা গ্রহন করা হবে।