কারখানা স্থানান্তরের প্রতিবাদে মতিঝিলে পোশাকশ্রমিকদের অবরোধ

কারখানা স্থানান্তরের প্রতিবাদে মতিঝিলে পোশাকশ্রমিকদের অবরোধ

ছবি: সংগৃহীত

ওলিও গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান শ্রমিকদের না জানিয়ে কারখানা স্থানান্তরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করেছে একটি পোশাক করাখানার শ্রমিকেরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তারা সড়ক অবরোধ করে।

শ্রমিকদের অভিযোগ তাদের না জানিয়ে কারখানা মতিঝিল থেকে কেরানীগঞ্জ স্থানান্তর করেছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ চার থেকে পাঁচ শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নেয়।

মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবরোধের কারণে মতিঝিলের আল হেলাল থেকে কমলাপুর, শাপলা চত্বর, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের সবগুলো পয়েন্ট বন্ধ রয়েছে। এতে করে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। শিগগিরই বিষয়টি সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।