ব‌রিশাল-‌ভোলা রুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ

ব‌রিশাল-‌ভোলা রুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ব‌রিশাল নদীবন্দর ও ডি‌সি ঘাট থেকে কোনো লঞ্চ ও স্পিডবোট ভোলার উদ্দেশে যাত্রীদের নিয়ে ছেড়ে যায়‌নি।

বৃহস্প‌তিবার (৩ নভেম্বর) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

বিআইড‌ব্লিউ‌টিএর নৌ নিরাপত্তা ও ট্রা‌ফিক ব্যবস্থাপনা বিভাগের প‌রিদর্শক ক‌বির হোসেন জানান, গতকাল ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহে‌ন্দিগঞ্জ ও মজুচৌধুরীরহাট রুটের লঞ্চগু‌লো এখনও চলাচল করছে।

ব‌রিশাল স্পিডবোট ঘাটের লাইন ইনচার্জ মো. লিটন ও তারেক শাহ বলেন, ব‌রিশাল থেকে বোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়‌নি। ভোলা থেকে বোট বন্ধ করা হয়েছে। এ কারণে রুটে বোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে ব‌রিশাল নগরের ডি‌সি ঘা‌টের ম‌তো, সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট থেকেও ভোলাগামী স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে সদর উপজেলার তালতলী থেকে মেহে‌ন্দিগঞ্জ রুটের স্পিডবোট চলাচল স্বাভা‌বিক রয়েছে।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় সমাবেশের কারণেই বন্ধ করা হয়ে‌ছে লঞ্চ ও স্পিডবোট এমনটাই বলছেন বিএন‌পি নেতারা।

সূত্র: আরটিভি