চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে ব্যয় ২ কোটি ৩০ লাখ

চীন থেকে বাংলাদেশিদের ফেরাতে ব্যয় ২ কোটি ৩০ লাখ

ফাইল ছবি

চীন থেকে ৩১২ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে সরকারের ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। সরকারি তথ্যবিবরণীতে আজ সোমবার এ কথা জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস উপদ্রুত চীনের হুবেই প্রদেশের উহান থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে বিমান পরিবহন ব্যয় বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছে বাংলাদেশ সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই ৩১২ জন বাংলাদেশির সার্বক্ষণিক সেবা-যত্ন করছে। তাদের প্রয়োজনীয় সকল কিছু নিয়মিত সরবরাহ করা-সহ তাদের বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারী চিকিৎসকরা ৩১২ জনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বলেও তথ্যবিবরণীতে জানানো হয়।