যশোরের কাশিপুর-শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের  কাশিপুর-শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের কাশিপুর-শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ টি স্বর্ণের বার উদ্ধার

যশোর চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৪৯ বিজিবি।৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান,১৯ নভেম্বর সন্ধ্যায় চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তের মৎসমপুর মাঠের মধ্যে ২ জন বাংলাদেশী কৃষককে কৃষি ক্ষেত ত্যাগ না করে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করলে তারা অতিদ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পাশাপাশি ভারতের সীমান্ত অঞ্চ লের শূণ্য লাইন বরাবর আরও দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে বিজিবির সন্দেহ হওয়ায় তারা এলাকায় তল্লাসী চালায়।

তল্লাসীর এক পর্যায়ে  তারা একটি মরিচ বাগানের মাটির নীচে লুকানো অবস্থায় দু’টি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দিয়ে মোড়ানো চারটি বড় স্বর্ণের বান্ডেল পায়, যেটা থেকে ৮০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য আট কোটি ৩৫ লক্ষ বিশ হাজার টাকা। পলাতক ২ জন আসামীদেরকে ধরতে অভিযান অব্যাহত আছে।