ফুটবল বিশ্বকাপের সময় যে কারণে কাতারে ড. জাকির নায়েক

ফুটবল বিশ্বকাপের সময় যে কারণে কাতারে ড. জাকির নায়েক

ফুটবল বিশ্বকাপের সময় যে কারণে কাতারে ড. জাকির নায়েক

আজ রোববার (২০ নভেম্বর) শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। এটি বিশ্বকাপের ২২তম আসর। পাঁচটি আরব দেশসহ এই আসরে সর্বমোট ৩২টি দল অংশ নেবে। এবারের আসরটি নানাভাবে আলোচিত। সেগুলোর সাথে যুক্ত হলো- বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যেই কাতারে উপস্থিত হয়েছেন ভারতীয় ইসলামী আলোচক ড. জাকির নায়েক।

রোববার সৌদি সংবাদমাধ্যম আলআরাবিয়া জানায়, বিশ্বকাপ শুরুর আগেই ড. জাকির নায়েক কাতারে পৌঁছে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।আলআরাবিয়া জানাচ্ছে, কাতার এখন অভিজাত ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে। এখানের বড় সংখ্যক দর্শক ড. জাকির নায়েকের ভক্ত। তারা যেন বিশ্বকাপের সময় প্রিয় ব্যক্তির ধর্মীয় আলোচনা শুনতে পারেন- এজন্যই ড. জাকির নায়েক কাতারে উপস্থিত হয়েছেন।

কাতারের সরকারি স্পোর্টস টিভির উপস্থাপক ফয়সাল আলহাজিরিও ড. জাকির নায়েকের আলোচনার সত্যতা নিশ্চিত করেছেন। তার টুইটের সূত্রে আলআরাবিয়া জানায়, প্রতিদিন তার আলোচনা চলবে।

এদিকে এর আগে বিশ্বকাপের অতিথিদের স্বাগত জানাতে দারুণ একটি পদ্ধতি অবলম্বন করেছে কাতার সরকার। দেশটির সড়কগুলোর দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে রাসূল সা:-এর হাদিস সম্বলিত ব্যানার-ফেস্টুন। এগুলোই বিশ্বকাপ উপলক্ষে কাতারে সমাগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানাবে।

সূত্র : আলআরাবিয়া