সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে ২ জন নিহত

সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে ২ জন নিহত

সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে ২ জন নিহত

সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে দুইজন নিহত হয়েছে। তুরস্কের সিরীয় সীমান্তবর্তী জেলা কারকামিসে এ ঘটনা ঘটে বলে তুরস্কের আঞ্চলিক গভর্নর ও গণমাধ্যম জানিয়েছে।সোমবার সিরিয়া থেকে পাঁচটি রকেট ছোড়া হয়। যার একটি গিয়ে পড়ে একটি স্কুলে। এতে ছয়জন আহত হয়, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

উত্তর সিরীয় কুর্দিদের এ ঘটনায় দায়ী করছে ‍তুরস্ক। রোববার কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে লক্ষ্য করে তুরস্কের বিমান বাহিনীর বিমান হামলার পরদিন সোমবার এসব রকেট ছুড়া হলো।

তুরস্ক এ ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করছে। এ সংগঠনটি এর আগে গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলা চালিয়েছিল, যাতে ছয়জন মানুষ নিহত হয়েছিল। ওয়াইপিজিকে সিরিয়ায় পিকেকের সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।তবে ইস্তাম্বুলে হামলার দায় অস্বীকার করে পিকেকে।

সূত্র : আলজাজিরা