ইউক্রেনে নিহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা পুতিনের

ইউক্রেনে নিহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর ’বিশেষ সামরিক অভিযান’-এ অংশ নেয়া সৈন্যদের মায়ের সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার অনুষ্ঠিত মিটিংয়ে অভিযানে নিহত হওয়া সৈন্যদের মা-বাবার সাথে কথা বলেন পুতিন। এ সময় তিনি নিহত সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ‘তাদের কষ্ট ভাগ করে নেন’।

যে পরিবারগুলো তাদের বাবা, ছেলে কিংবা স্বামী হারিয়েছে তাদের সাথে থাকার এবং সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

পুতিন আরো বলেন, টেলিভিশনে দেখার চেয়েও জীবন ‘অনেক বেশি জঠিল’। বিশেষ করে ইন্টারনেট, যার ‘কিছুই বিশ্বাস করা যায় না’।

সরাসরি সরকারের কাছ থেকে যেকোনো তথ্য সংগ্রহ করার জন্য তিনি সকল মাকে আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন উৎস থেকে আমার কাছে প্রচুর তথ্য আসে, যা আপনাদের স্বীকৃতি; আপনাদের মতামত; ধারণা কিংবা পরামর্শ থেকে সম্পূর্ণ ভিন্ন। আমরা আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং যে সকল সিদ্ধান্ত নিব, তা বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করবো বলে আপনাদের নিশ্চিত করছি।’
সূত্র : ইয়েনি সাফাক