বনানীর বস্তিতে ক্ষতিগ্রস্তদের দেখতে তাবিথ

বনানীর বস্তিতে ক্ষতিগ্রস্তদের দেখতে তাবিথ

ছবি:সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি  করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। এ সময় তিনি পুর্নবাসন এবং ক্ষতিপূরণেরও দাবি জানান। আজ শনিবার বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।  

জানা যায়, বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে ভোররাত পৌনে ৪ টার দিকে আগুন লাগে। সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ১১ টার দিকে বস্তিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান তাবিথ আউয়াল।

এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল।