উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে।শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা রোহিঙ্গা বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান।

রাত ১০টার দিকে বালুখালী শরণার্থী শিবিরে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) ও রোহিঙ্গা সশস্ত্র নবী হোসেন গ্রুপের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির এক পর্যায়ে ক্যাম্পে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এবং পুলিশও পাল্টা গুলি চালায়।

ক্যাম্পবাসীরা জানায় যে নিহতদের মধ্যে একজন ক্যাম্প-৮ এর বাসিন্দা।ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য দুই গ্রুপের মধ্যে লড়াই চলছিল।নিহত রোহিঙ্গা ও যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে তাদের শনাক্ত ও ধরার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি