সিলেটের তাহিরপুরে নকল আজাদ বিড়ি জব্দ

সিলেটের তাহিরপুরে নকল আজাদ বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

সিলেটের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আজাদ বিড়ি জব্দ করা হয়েছে। শনিবার এ অভিযান পরিচালনা করেন বিভিন্ন এরিয়ার টেরিটরি অফিসার ও এরিয়া ইনচার্জ ।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সিলেট জেলার কতিপয় অসাধু বিড়ি ব্যবসায়ী নকল ব্যান্ডরোল যুক্ত আজাদ বিড়ি উৎপাদন, বিক্রি ও মজুত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল এরিয়ার টেরিটরি অফিসার সাইদ আহমদ, শাহপরান এরিয়ার এরিয়া ইনচার্জ ইমরান আহমদ এবং বিশ্বনাথ এরিয়ার টেরিটরি অফিসার আব্দুল হাই  বাদাঘাট বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় নকল ব্যান্ডরোল যুক্ত পঁয়ত্রিশ হাজার (৩৫,০০০) শলাকা আজাদ বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বিড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে অবৈধ বিড়ি মজুতকারী ব্যবসায়ী আর কখনো অবৈধ বিড়ি বিক্রি করবে না এই শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।

অভিযানের প্রশাসনিক দায়িত্বে ছিলেন মোঃ সাইদ আহমদ এবং সার্বিকভাবে সহযোগিতা করেন মোঃ আব্দুল হাই ও মোঃ ইমরান আহমদ।