গুয়াতেমালায় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, বিমানবন্দর বন্ধ

গুয়াতেমালায় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, বিমানবন্দর বন্ধ

ছবি: সংগৃহীত

গুয়াতেমালায় একটি আগ্নেয়গিরিতে হঠাৎ অগ্ন্যুৎপাতের কারণে দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ফুয়েগো নামের আগ্নেয়গিরিটিতে শনিবার রাত থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। লাভার পাশাপাশি আগ্নেয়গিরিটির দুই কিলোমিটার জুড়ে ছাই ছড়িয়ে পড়েছে।

এছাড়াও মাইলের পর মাইল জুড়ে বাতাসের কারণে ছাই ছড়িয়ে পড়ছে। 

রানওয়েতে ছাই ছড়িয়ে পড়ার লা আরোরা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে কয়েকটি ফ্লাইট দিক পাল্লাতে বাধ্য হয়েছে। 

গড়ে প্রতি চার-পাঁচ বছরে একবার ফুয়েগোতে অগ্ন্যুৎপাত দেখা যায়। সবশেষ ২০১৮ সালে এটিতে অগ্ন্যুৎপাত দেখা দিয়েছিল। এতে ২১৫ জনের প্রাণহানী ঘটেছিল।