চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবারো ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘন কুয়াশা পড়তে শুরু করলে ফেরি চলাচল ব্যাহত হয়। পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

আব্দুস সালাম জানান, এরই মধ্যে ছোট-বড় প্রায় ১২০টি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে পাঁচটি ফেরি। তীব্র শীতে মাঝ নদীতে আটকে পড়া ফেরিগুলো পাড়ে ফেরার অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহন ইতোমধ্যে অপেক্ষায় আছে সেগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পার করা হবে।