রাষ্ট্রপতি বিজয় দিবস কুঁচকাওয়াজে উপস্থিত থাকবেন কাল

রাষ্ট্রপতি বিজয় দিবস কুঁচকাওয়াজে উপস্থিত থাকবেন কাল

রাষ্ট্রপতি বিজয় দিবস কুঁচকাওয়াজে উপস্থিত থাকবেন কাল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫২তম বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুঁচকাওয়াজে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, রাষ্ট্রপতি কুঁচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, আধা সামরিক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এই কুঁচকাওয়াজে অংশ নেবে।

রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সশস্ত্র বাহিনীর বিভিন্ন রেজিমেন্ট ও কন্টিজেন্টের বিভিন্ন অস্ত্র ও সাঁজোয়া যান পরিদর্শন করবেন। এছাড়াও কুঁচকাওয়াজে আর্মি এভিয়েশন, এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টার ও নৌবাহিনীর এভিয়েশনের দৃষ্টিনন্দন ফ্লাই-পাস্ট এবং সেনাবাহিনী ও  বিমান বাহিনীর ছত্রীসেনাদের প্যারাশ্যুট ল্যান্ডিং প্রদর্শিত হবে।

এর আগে, সকাল ১০টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি প্যারেড ভেন্যুতে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্যগণ, তিন বাহিনীর প্রধানগণ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁকে অভ্যর্থনা জানাবেন।সকালে, বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি হামিদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।সকাল ৬টা ৩০ মিনিটের দিকে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

৫২ বছর আগে, পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনে বাংলাদেশ বিজয় লাভ করে। 
১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী সেনাবাহিনী মিত্র বাহিনীর কাছে পরাজয় স্বীকার করে এবং পাকিস্তানি বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল এ এ কে নিয়াজী তার বাহিনীর সকল সদস্যদের সাথে আত্মসমর্পণ করেন।

সূত্র : বাসস