টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যু

ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (২৮) ও শাকিল আহমেদ (১৭) নামের মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ রানা উপজেলার বাটাজোড় গ্রামের ওহাব আলীর ছেলে এবং শাকিল ওই এলাকার আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় লাশ উদ্ধার করে সখীপুর থানায় নিয়েছে পুলিশ।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, দুই আরোহীসহ একটি মোটরসাইকেল ও ট্রাকের পাথারপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। নিহত মাসুদ রানা ও শাকিল সহদোর মামা-ভাগ্নে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ট্রাকসহ দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।