সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ফাইল ছবি

সাভারের কলমা এলাকায় মিনিবাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন।

শনিবার সকালে সাভার মডেল থানার এসআই মাহবুব চারজন নিহতের খবর নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে সাভার- আশুলিয়া সড়কের কলমার ঢাল এলাকায় আশুলিয়া থেকে ছেড়ে আসা লেগুনা ও সাভার থেকে ছেড়ে যাওয়া মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চার লেগুনার যাত্রী নিহত হন।

নিহতরা হলেন ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চরমাধবদী গ্রামের ফজলুল ফকির (৪০)। তিনি আশুলিয়ার থেকে ব্যবসা করতেন। এছাড়া বাকিরা হলেন আল-মুসলিম গার্মেন্টসের কর্মী নাসির (৪০), সাভারের কলমা এলাকার শিক্ষার্থী ফাহিম (১৯) ও অপরজন রাজু। তবে রাজুর বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

দুর্ঘটনায় আহতরা সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা দুটিকে জব্দ করা হয়েছে