চাঁদপুরে অস্ত্রসহ ১৩ ডাকাত আটক

চাঁদপুরে অস্ত্রসহ ১৩ ডাকাত আটক

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১৩ ডাকাতকে নৌ পুলিশ আটক করেছে।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের মেঘনা নদী থেকে স্পিডবোটসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাইপ গান ও  বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মুন্সীগঞ্জ জেলার সাব্বির মাঝি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল আমিন (২০), মো. ইমরান (২২), ফিরোজ মাঝি (২৬), জীবন বেপারী (২০), মো. আনোয়ার হোসেন (২৪), মো. জহিরুল ইসলাম (২৭), মুন্সীগঞ্জ জেলার মো. শাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭), মতলব উত্তর উপজেলার কাশেম বেপারী (২৪), আক্তার হোসেন (২২) ও মো. সালাহ উদ্দিন (২৮)।

মতলব উত্তর মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ডাকাত সদস্যদের এখলাছপুর এলাকার মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নিয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।