দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

গত কয়েক দিন ধরেই কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফেরি বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা।

পদ্মা সেতু চালু হবার পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ যানবাহন পদ্মা সেতু ব্যবহার করার কারণে চাপ কমেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফলে ফেরি বন্ধ থাকলেও আগের মতো যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় না। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, প্রতিদিনই সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।