চালের উৎপাদন বাড়াতে গবেষণায় আরও জোর দিতে হবে : কৃষিমন্ত্রী

চালের উৎপাদন বাড়াতে গবেষণায় আরও জোর দিতে হবে : কৃষিমন্ত্রী

চালের উৎপাদন বাড়াতে গবেষণায় আরও জোর দিতে হবে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সামনের দিনগুলোতে চালের চাহিদা আরও বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ধানের উৎপাদন বাড়াতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ।

এ জন্য গবেষনার কার্যক্রম জোরদার করার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে একদিকে যেমন  জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে তেমনি কৃষি জমি কমছে। ভুট্টা, শাকসবজিসহ অন্যান্য ফসলেও জমির ব্যবহার বাড়ছে।মন্ত্রী আরো বলেন,  বাড়িতে যেসব ফসল হতো যেমন চালকুমড়া সেগুলো এখন মাঠে হচ্ছে। এসবের ফলে ধান চাষের জমি কমছে। এই জটিল পরিস্থিতিতে চালের উৎপাদন বাড়াতে হলে গবেষণায় আরও জোর দিতে হবে। একইসঙ্গে, উদ্ভাবিত জাতের দ্রুত সম্প্রসারণ করতে হবে।

ড. আব্দুর রাজ্জাক আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।ড. রাজ্জাক  বলেন, বর্তমান সরকার সকলের জন্য পুষ্টিজাতীয় খাবারের নিশ্চয়তা দিতে কাজ করছে। বাণিজ্যিকভাবে বিভিন্ন ফল উৎপাদনেও জমির ব্যবহার বাড়ছে। এ অবস্থায় সকল সংস্থা,  বিজ্ঞানী ও  কর্মকর্তাদেরকে সমন্বিতভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

চালের বাম্পার উৎপাদনের পরও কেন দাম কমছে না, তার প্রকৃত কারণ খুজে বের করতে বস্তুনিষ্ট গবেষণার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ব্রির গবেষণায় আমরা অনেকগুলো কারণ খুঁজে পেয়েছি। ব্রির পাশাপাশি বিআইডিএস,  সিপিডিসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানকেও এই বিষয়ে গবেষণা করা প্রয়োজন।

ব্রি’র মহাপরিচালক শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও কৃষিসচিব ওয়াহিদা আক্তার।এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।

সূত্র :  বাসস