চাটমোহরে যুবলীগ নেতা আনিস হত্যায় গ্রেপ্তার ৪; লাশ নিয়ে বিক্ষোভ

চাটমোহরে যুবলীগ নেতা আনিস হত্যায় গ্রেপ্তার ৪; লাশ নিয়ে বিক্ষোভ

ছবি- নিউজজোন বিডি

পাবনা প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে পাবনার চাটমোহরে প্রতিপক্ষেও দেশীয় অস্ত্রাঘাতে যুবলীগ নেতা আনিসুর রহমান আনিসকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে, ময়না তদন্ত শেষে জড়িতদের শাস্তির দাবিতে নিহত যুবলীগ নেতার মৃতদেহ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, নিহত পাশর্^ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আসিনুর রহমান আনিসের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জনকে আসামী করে শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। পরে এ ঘটনায় পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-প্রভাকরপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে জাকিরুল সরদার (৪০) ও জাহিদুল সরদার (৩৬), মৃত বাহের উদ্দিনের ছেলে আইনুল হক (৬৫) ও তার ছেলে কাওসার হোসেন ওরফে সারোয়ার (২৮)। গ্রেপ্তারকৃতদের শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর মৃতদেহ নিয়ে বিক্ষোভ করেন, স্বজন-এলাকাবাসী। চাটমোহর নতুন বাজার থেকে কয়েকশ’ মানুষ মৃতদেহ নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে পাশর্^ডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা গাজিবুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, সাগর আহম্মেদ, আজিবর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদেও গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য, চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের আয়নাল হক ও আনিসুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জায়গা নিজের দাবি করে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে আনিসুর রহমান সীমানা প্রাচীর দেয়ার সময় আয়নাল হক গংয়েরা তাদের উপর হামলা চালায়। এতে আনিসসহ কমপক্ষে ৬ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আনিসকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।