পাবনায় পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠিত

পাবনায় পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠিত

পাবনায় পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠিত

১ লা জানুয়ারি পাবনায় নতুন বছরের সকালেই শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্যদিয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে । জেলায় ৭ লক্ষ ৯ হাজার ৪৬৮ জনশিক্ষার্থীর মধ্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে উৎবেলিত হয়ে পড়ে শিক্ষার্থীরা।

রোববার সকালে পাবনা জেলা স্কুলে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন পাঠ্যপুস্তক উৎসব দিবস উদ্বোধন করেন। অনুষ্ঠানে পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহম্মদ হুজ্জাতুল্লাহ ইসলাম, পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

জানা গেছে জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৭৩ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ও মাধ্যমিক , দাখিল ও ভোকেশনালে ৪ লক্ষ ৩৫ হাজার ৪৬৮ জন শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। জেলা সব উপজেলায় উৎসব মুখর পরিবেশে পাঠ্য পুস্তক বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।