তিউনিসিয়ায় অভিবাসীদের নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

তিউনিসিয়ায় অভিবাসীদের নৌকা ডুবে ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি

তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে অভিবাসী এবং শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে পাঁচজন মারা গেছে। সেফ্যাক্স অঞ্চলের লোয়াটায় নৌকাটি ডুবে যায়।

এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ১০ জন। এ সময় ২০ জনকে জীবিত উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

শনিবার তিউনিসিয়ার একজন বিচার বিভাগীয় কর্মকর্তা এই কথা জানিয়েছেন।

আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে উন্নত জীবনের আশায় পালিয়ে আসা অভিবাসীদের জন্য সেফ্যাক্সের উপকূলরেখা একটি প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে।

আইওএ মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের সংগৃহীত তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করতে গিয়ে ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

সূত্র: আল-জাজিরা