বগুড়ায় মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক চাষির মৃত্যুর হয়েছে। বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটে। মৃতের নাম মো. রাজেক আলী সরকার (৫১)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত ঈদা সরকারের ছেলে। 

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক জানান, একই গ্রামের শাহজাহান আলীর মালিকানাধীন একটি পুকুর তিন বছরের জন্য লিজ নেন মৎস্যচাষি রাজেক আলী। এরপর সেখানে মাছ চাষ করে আসছিলেন তিনি। কিন্তু পুকুরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে বিদ্যুৎচালিত মোটরের মাধ্যমে পুকুর সেচ দিয়ে মাছ ধরা শুরু করেন। এক পর্যায়ে ভোর রাতে অসাবধানতাবশত মোটরে দেওয়া বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই মারা যান চাষি রাজেক আলী। এই ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।