আর্সেনালে যোগ দিলেন ত্রোসার

আর্সেনালে যোগ দিলেন ত্রোসার

লিয়ান্দ্র ত্রোসার

আক্রমণভাগে শক্তি বাড়িয়েছে আর্সেনাল। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্র ত্রোসারকে দলে টেনেছে তারা। ২৮ বছর বয়সী ত্রোসারের দলবদলের বিষয়টি শুক্রবার (২০ জানুয়ারি) নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দুই ক্লাবই। তবে ট্রান্সফার ফির অঙ্ক প্রকাশ করেনি কোনো দল।

ইংলিশ গণমাধ্যমের খবর, ২ কোটি ১০ লাখ পাউন্ডে ত্রোসারকে দলে টেনেছে আর্সেনাল। বিভিন্ন বোনাসে যা আরও বাড়তে পারে। ত্রোসারের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে আর্সেনাল। মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।
২০১৯ সাল ব্রাইটনে যোগ দেন ত্রোসার। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২১ ম্যাচ খেলে গোল করেছেন তিনি ২৫টি। চলতি মৌসুমে ১৭ ম্যাচে তার গোল ৭টি, অ্যাসিস্ট করেছেন ৩টি।

২০২২ কাতার বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে তিন ম্যাচ খেলা ত্রোসার আর্সেনালে ১৯ নম্বর জার্সি পরবেন। আগামী রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে মিকেল আর্তেতার দল।