দুই মেগা প্রকল্পের মালামালসহ মোংলা বন্দরে তিন জাহাজ

দুই মেগা প্রকল্পের মালামালসহ মোংলা বন্দরে তিন জাহাজ

সংগৃহীত

দেশের বহুল কাঙ্ক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মালামাল ও বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের স্টিল টাইপ নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে তিন বিদেশি জাহাজ।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে ও বিকালে বঙ্গবন্ধু ব্রিজের ৩ হাজার ৩শ ৫২ দশমিক তিন আট নয় মেট্রিক টন স্টিল পাইপ নিয়ে পানামা পতাকাবাহী ‘এমভি কুই ইয়া শান’ জাহাজ বন্দরের ৭ নম্বরের জেটিতে নোঙর করে। প্রায় একই সময়ে ৮ নম্বর জেটিতে নোঙর করে ‘লিবার্টি হারভেস্ট’ নামে আরও একটি জাহাজ। এতে দেশের বর্তমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪ হাজার ৭শ ১৬ দশমিক শূন্য দুই ছয় পণ্য আনা হয়েছে।

একই দিন বিকেলে রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে রুশ পতাকাবাহী ‘এমভি কামিল্লা জাহাজ’ ৯ নম্বর জেটিতে নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে বিদেশি জাহাজ এম ভি কুই ইয়া শান জাহাজের শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্সের মো. শওকত আলী বলেন, বন্দরে আসা পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত তাদের অধীনে ১৩টি জাহাজে করে দুই হাজার ৫শ’ ৬০ প্যাকেজের ৪৬ হাজার ৩শ’ ৫১ মেট্রিক টন স্টিল পাইপ আনা হয়েছে।

জানতে চাইলে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মাসেতুর কারণে দেশের নির্মাণাধীন প্রায় সব প্রকল্পের মালামাল এখন বিমেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে। বন্দর ব্যবহারকারীদের সকল সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নানা প্রকল্প হাতে নিয়েছি। এগুলো শেষ হলে ব্যবসায়ীরা আরও অনেক সুযোগ-সুবিধা পাবে।