কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৪

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৪

প্রতীকী ছবি

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহত খাদেম আলী মাস্টারের হাট এলাকা হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে মাস্টারের হাট এলাকার খাদেম মিয়া তার ভোগ দখলকৃত জমিতে ধান রোপন করার জন্য যান। এসময় একই এলাকার নুরনবীর সঙ্গে জমি নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে দুই গ্রুপের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এনিয়ে স্থানীয়ভাবে শালিসির মধ্য দিয়ে ও থানায় মীমাংসা করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, থানায় এ বিষয়ে অভিযোগ করলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।