উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে রকেট হামলা

উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে রকেট হামলা

ফাইল ছবি

উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে একাধিক রকেট আঘাত হেনেছে। তুরস্কের কর্মকর্তা ছাড়াও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

আল জাজিরার খবর অনুসারে, ইরান সমর্থিত মিলিশিয়া ‘আহরার আল-ইরাক ব্রিগেড’ ঘটনার পরপরই দায় স্বীকার করেছে। এই গোষ্ঠিটি ইরাকের জনপ্রিয় মোবালাইজেশন ফোর্স হিসেবে পরিচিত। ইরান তাদের সমর্থন দিয়ে থাকে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

কুর্দিস্তান আঞ্চলিক গভর্মেন্ট (কেআরজি) এর সন্ত্রাসবিরোধী বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিনেভেহ প্রদেশে তুরস্কের জিলকন সামরিক ঘাঁটিতে কমপক্ষে আটটি রকেট ছোড়া হয়েছে। দুইটি রকেট মূল ঘাঁটিতে আঘাত হেনেছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর ঘটনা নাকচ করে দিয়ে বলেছেন, মাঝে মাঝে ঘাঁটিটি আক্রমণের লক্ষ্যবস্তু হয়। তুরস্কের সেনারা উত্তর ইরাকে দৃঢ়তার সঙ্গে লড়াই করছে।