সিরিয়ায় ভূমিকম্প : মৃত মায়ের নাড়ির সাথে লেগে থাকা শিশু উদ্ধার

সিরিয়ায় ভূমিকম্প : মৃত মায়ের নাড়ির সাথে লেগে থাকা শিশু উদ্ধার

প্রতীকী ছবি

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তুপের নিচ থেকে একে একে হৃদয়বিদারক ঘটনা সামনে আসছে। অনেক পরিবারের সব সদস্যই মারা গেছে। আবার কোনো কোনো পরিবারের মাত্র একজন বেঁচে আছে। এর মধ্যে সিরিয়ায় সদ্যজাত একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় মায়ের নাড়ির সাথে সে যুক্ত ছিল। শিশুটির মা তখন মৃত। ঘটনাটি ঘটেছে উত্তর সিরিয়ায়।

বিশাল এক পরিবার শিশুটির আগমনের অপেক্ষা করছিল। কিন্তু এমন এক সময় সে দুনিয়ায় এলো, যখন দুর্বিসহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ওই পরিবারের সদস্যরাই ধ্বংসস্তুপের মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করে।

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত জিনদারিস শহরে শিশুটির এক স্বজন খালিল আল-সুবাইদি জানান, শিশুটির মা-বাবাসহ মূল পরিবারের সব সদস্য ভূমিকম্পে মারা গেছে। এখন ওই মূল পরিবারটিতে কেবল সেই একমাত্র জীবিত সদস্য।

তিনি মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে জানান, 'ধ্বংসস্তুপ খুঁড়ে পরিষ্কার করার সময় আমরা একটি শব্দ শুনতে পাই।

তিনি বলেন, 'আমরা ধূলা সরিয়ে গর্ভ-নাড়ির সাথে সংযুক্ত শিশুটিকে দেখতে পাই। আমরা নাড়ি কেটে নেই। এরপর আমার কাজিন মেয়েশিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।'

সূত্র : আল জাজিরা