যশোর-খুলনা মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

যশোর-খুলনা মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

ছবি: প্রতিনিধি

যশোর-খুলনা মহাসড়কের মনিহার থেকে মুড়লি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। বুধবার সকালে সড়ক ও জনপথ বিভাগ এই অভিযান শুরু করে। এতে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের সিনিয়র সহকারি সচিব (সম্পত্তি ও আইন) অনিন্দিতা রায়।

অনিন্দিতা রায় বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণ করার লক্ষে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।