রাশিয়ার বিরুদ্ধে ভারতের স্পষ্ট অবস্থান চায় জার্মানি

রাশিয়ার বিরুদ্ধে ভারতের স্পষ্ট অবস্থান চায় জার্মানি

সংগৃহীত

ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় জার্মানি। সেই সাথে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভারত যাতে স্পষ্ট একটি অবস্থান নেয় সেই আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস।

দুই দিনের সফরে শনিবার ভারতে যান শলৎস। নতুন দিল্লিতে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সাথে বৈঠক শেষে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ভারতকে পরিষ্কার একটি অবস্থান গ্রহণের আহ্বান জানান।

জার্মানির সংবাদমাধ্যম টাগেসশাউ -এর প্রতিবেদন অনুযায়ী শলৎস বলেন, ‘গোটা বিশ্ব (রাশিয়ার) এই আগ্রাসনের কারণে ভুগছে।' রাশিয়া এক্ষেত্রে আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করেছে বলে উল্লেখ করেন জার্মান চ্যান্সেলর।

এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাশিয়াকে ‘একঘরে’ করতে ভারতের সহায়তা চেয়েছেন শলৎস। পশ্চিমা দেশগুলো প্রচেষ্টায় ভারত যাতে অন্তত কোনো বাধা তৈরি না করে সেই নিশ্চিয়তা চেয়েছেন তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির কাছে।
সূত্র : ডয়চে ভেলে