রংপুরে ৮ লক্ষাধিক অবৈধ বিড়িসহ গ্রেফতার দুই

রংপুরে ৮ লক্ষাধিক অবৈধ বিড়িসহ গ্রেফতার দুই

ছবি: প্রতিনিধি

রংপুরে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৮ লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ জাকির বিড়ি ও লাঙ্গল বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালককেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০১ মার্চ) দিনগত রাত একটার দিকে নব্দীগঞ্জ বাজার কাউনিয়া রোড়ে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানান, বুধবার দিনগত গভীর রাতে নগরীর কাউনিয়া রোডে পরিবহন ও যানবাহনে অভিযান ও তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে অনুমোদনহীন জাকির বিড়ি ও লাঙ্গল বিড়ি জব্দ করা হয়। পিকআপ ভ্যানে ৮ লক্ষাধিক শলাকা অবৈধ জাকির বিড়ি ও লাঙ্গল বিড়ি ছিল। এসব বিড়ি বিক্রি করা হলে সরকার প্রায় ৩ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হতো।  

অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন জানান, অভিযানকালে একটি পিকআপ ভ্যানসহ বিড়ির মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যানচালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ৭৪, ৪৩ ও ৫০ ধারায় মাহিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে রংপুর শহরে অভিযান চালিয়ে ২০২২ সালের ১১ নভেম্বর ১২ লক্ষাধিক শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত ১ নং স্টার বিড়ি, ২৪ ডিসেম্বর ১৩ লক্ষাধিক নকল ব্যান্ডরোল যুক্ত ফুর বিড়ি ও নবাব বিড়ি এবং ২০২৩ সালের ২১ জানুয়ারি ১১ লক্ষাধিক শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত রাশেদ বিড়ি ও আলম বিড়ি জব্দ করে ডিবি পুলিশ।