বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ

বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ

সংগৃহীত

বাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ায় রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা।

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে চেয়ারম্যান বাড়ি থেকে থেকে উত্তরার দিকের দুই পাশের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়।

এই রুটের যাত্রীদের বাড্ডা-প্রগতি সরণি রোড ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, শনিবার সকালে রাস্তা পার হওয়ার সময় নুরুন নাহার নামে এক শ্রমিককে বাস ধাক্কা দেয়। পরে তাকে টেনে নিয়ে সৈনিক ক্লাব রেল ক্রসিং পর্যন্ত আনে। গুরত্বর আহত অবস্থায় নুরুন নাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।