ছাত্রীদের বিষপ্রয়োগ ক্ষমার অযোগ্য অপরাধ: খামেনি

ছাত্রীদের বিষপ্রয়োগ ক্ষমার অযোগ্য অপরাধ: খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানে স্কুলছাত্রীদের ওপর চলা ধারাবাহিক বিষপ্রয়োগের ঘটনাকে ক্ষমা অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের বিষপ্রয়োগের ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। এই ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত।

রাষ্ট্রীয় মিডিয়া এবং কর্মকর্তাদের মতে, নভেম্বর থেকে বিভিন্ন স্কুলে এক হাজারেরও বেশি ইরানী মেয়ে হালকা বিষ আক্রমণের শিকার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে, স্কুলছাত্রীরা শ্বাসকষ্ট, বমি বমি ভাব, ক্লান্তি এবং মাথা ঘোরার মত সমস্যায় ভুগছিলো।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত ইরানের ৩১টি প্রদেশের মাঝে অন্তত ১০টিতে কমপক্ষে ৩০টি স্কুলে বিষপ্রয়োগের ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে ১ হাজারের এর বেশি শিক্ষার্থী।

এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে রাস্তায় নেমে এসেছেন অভিভাবকরা। শনিবার রাজধানী তেহরানে বিক্ষোভে অংশ নেয় তারা। এ সময় সরকার বিরোধী শ্লোগান দেয় বিক্ষোভকারীরা।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীরা হালকা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। দেশটির কতিপয় রাজনীতিবিদ অভিযোগ করেছেন, এ আক্রমণের পেছনে নারী শিক্ষাবিরোধী কট্টর ইসলামপন্থিরা জড়িত থাকতে পারে।