সন্ত্রাস-চাঁদাবাজি ছেড়ে দেন : কাদের

সন্ত্রাস-চাঁদাবাজি ছেড়ে দেন : কাদের

ছবি:সংগৃহীত

বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী হলে সন্ত্রাস-চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজশাহী নগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, পকেট কমিটি হলে সুবিধাবাদীদের হাতে চলে যাবে আওয়ামী লীগ। ভোগের লিপ্সা পরিহার করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সিন্ডিকেট করতে পারবেন না। ঘরের মধ্যে ঘর করা যাবে না। মশারির ভেতর মশারি টাঙানো যাবে না। দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। দয়া করে পকেট কমিটি করবেন না। পকেট কমিটি করে শেখ হাসিনাকে ছোট করবেন না, আওয়ামী লীগকে ছোট করবেন না।

নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন।